আমুদরিয়া নিউজ : আজ কলকাতার নজরুল মঞ্চে শুরু হয়েছিল বিএলওদের প্রশিক্ষণ পর্ব, আর সেদিনই বিশৃঙ্খলার পরিবেশ দেখা গেল স্টেডিয়ামে। ৪ঠা নভেম্বর থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। এদিনই প্রশিক্ষণ পর্বের শেষে তাঁরা বলেন, “আমাদের অনডিউটি না দিলে আমরা যাব না।” পরিস্থিতি এতটাই বেসামাল হয়, মধ্যস্থতার জন্য এগিয়ে আসতে হয় পুলিশকে।
বিএলওদের মূল দাবি, তাঁদের ভোটার তালিকা হালনাগাদের কাজ অনডিউটি হিসেবে দেওয়া হয়নি এবং নিরাপত্তারও কোনও ব্যবস্থা নেই। রাতে বাড়ি বাড়ি ঘুরে ঠিকানা যাচাই করতে হবে, যা খুবই ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ তাঁদের। অনেক বিএলও বলেছেন, “রাতে অচেনা জায়গায় গেলে বিপদ হতে পারে, সিকিউরিটি কোথায়?”
শিক্ষকরা যাঁরা বিএলও হিসেবে কাজ করছেন, তাঁদের মতে এতে স্কুলের কাজও ব্যাহত হচ্ছে। তাই তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—যতক্ষণ না কাজটিকে অফিসিয়াল অনডিউটি হিসেবে ঘোষণা করা হচ্ছে এবং নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ বিএলওরা এই কাজ শুরু করবেন না। নিরাপত্তায় সেন্ট্রাল ফোর্স এর দাবিতে রাজ্যের চিফ ইলেকশন অফিসারকে চিঠি দিয়েছে বিএলও ঐক্যমঞ্চ।