আমুদরিয়া নিউজ : ডেলিভারি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষিতে কুইক-কমার্স সংস্থা ব্লিঙ্কিট তাদের ‘১০ মিনিটে ডেলিভারি’ দাবি সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে। সংস্থাটি তাদের ট্যাগলাইন বদলে এখন ব্যবহার করছে— “৩০,০০০-এর বেশি পণ্য আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়।” কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের হস্তক্ষেপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শ্রম মন্ত্রক কুইক-কমার্স সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে গিগ কর্মীদের নিরাপত্তা, কাজের পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেয়। ১০ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি ঘিরে ২০২৬ সালের নববর্ষের আগের দিন দেশজুড়ে গিগ কর্মীরা ধর্মঘট করেছিলেন, যেখানে তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও আয়ের বিষয়টি সামনে আসে। ব্লিঙ্কিটের এই পদক্ষেপের পর অন্যান্য প্ল্যাটফর্ম যেমন সুইগি ও জেপ্টোও একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে।