আমুদরিয়া নিউজ: আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময়েই বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। বৃহস্পতিবার রাতে পর পর কয়েকটি বিস্ফোরণ হয় আফগানিস্তানের রাজধানীতে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, আকাশপথেই হামলা চালানো হয়েছে কাবুলের উপর। কিন্তু সেই যুদ্ধবিমানগুলিকে চিহ্নিত করা যায়নি। তবে অনেক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে এর পিছনে রয়েছে পাকিস্তানের হাত। তারাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও সরকারিভাবে এখনও তেমন কোনও দাবি করা হয়নি। তালিবান সরকার জানিয়েছে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।