আমুদরিয়া নিউজ : ফের বি এল ওর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে. এবার মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরের ঘটনা। বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে। ওই এলাকার সন্তোষপুর গ্রামের ২০৮ নং বুথের বিএলও জাফর ইকবাল। অভিযোগ এসআইআর শুরু হওয়ার পর থেকে বিএলও নিজের বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন। বিএলও জানান, নিয়ম মেনে কাজ হচ্ছে, তবুও তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে।