আমুদরিয়া নিউজ : দিল্লি জয়ের আনন্দে মাতলেন কোচবিহারের বিজেপি নেতা-কর্মীরা। শনিবার সকাল থেকেই পার্টি অফিসের টিভির পর্দায় দিল্লি নির্বাচনের ফলাফলে নজর রাখছিলেন নেতা কর্মীরা। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে আভাস থাকায় কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা ছিল। বেলা যত গড়াতে থাকে ফলাফল বিজেপির পক্ষে যেতে শুরু করলে আনন্দে ভাসতে থাকেন কর্মী সমর্থকরা। এদিন দুপুরে বিজেপি ম্যাজিক ফিগার অতিক্রম করতেই কোচবিহার জেলা পার্টি অফিসে সেলিব্রেশনের আনন্দে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। হাসি মুখে আনন্দে ভাসতে দেখা যায় জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, বিজেপি নেতা বিরাজ বোস, বিজেপি তফসিলি মোর্চার জেলা নেতা গৌতম রায় সহ অন্যান্য নেতা কর্মীদের। বাজনা বাজিয়ে নাচের মধ্যে দিয়ে বিজেপির দিল্লি জয়ের আনন্দে ভাসে নেতা কর্মীরা। গেরুয়া আবির মেখেও সেলিব্রেশন করতে দেখা যায় তাদের।
দীর্ঘ ২৭ বছর পর দিল্লি জয় করল বিজেপি। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে ৪৯ আসন জয় লাভ করে ক্ষমতায় বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে আম আদমি পার্টি জয় পেয়েছে ২১ আসনে। কংগ্রেস খাতা খুলতে পারেননি। দিল্লি জয়ে উচ্ছসিত কোচবিহারের বিজেপি নেতা কর্মীরা আশাবাদী আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির।