আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে চালু হল এক নয়া প্রকল্প। নেপথ্যে বিজেপি। প্রকল্পের নাম ‘নমো যুবা ওয়ারিওরস’। কলকাতার আইসিসিআরে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার এই কর্মসূচির ঘোষণা করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব ও বিধায়ক অনুপ সাহা। বিজেপির তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের যুব সমাজকে সঙ্গে নিয়ে দুর্নীতি, অন্যায় ও বেকারত্বের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। এদিন ‘নমো যুবা যোদ্ধা’র জন্য একটি ওয়েবসাইট ও টোল-ফ্রি নম্বরও চালু করা হয়েছে। এই পরিষেবার আওতায় তরুণরা নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই নামের ভিত্তিতে তাদের সুব্যবস্থা দেবে কেন্দ্রীয় সরকার।
রাজনৈতিক মহলের মতে, এই উদ্যোগের মাধ্যমে বিজেপি যুব সমাজকে আকর্ষণ করতে চাইছে। বিশেষ করে আগামী ভোটের কথা মাথায় রেখেই এই প্রচার শুরু। অন্যদিকে, কয়েক সপ্তাহ আগেই তৃণমূল কংগ্রেস তাদের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি চালু করেছে। ফলে বিজেপি ও তৃণমূল— দুই পক্ষের মধ্যেই ডিজিটাল প্রচারের নতুন প্রতিযোগিতা শুরু হল বলেই মনে করছে বিশিষ্টমহল।
বিজেপির নয়া উদ্যোগ, ‘নমো যুবা ওয়ারিওরস’
Leave a Comment