আমুদরিয়া নিউজ: আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৫০ এর নীচে আটকে যাবে। ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে ‘নিঃশব্দ বিপ্লব’ নামে একটি সভার আয়োজন করে থাকেন তিনি। এদিন তেমনই একটি কর্মসূচি থেকে একথা বলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের কথায়, “ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে! গতবারে ওরা ৭৭টা আসন পেয়েছিল, এবারে ওরা ৫০ এর নীচে আটকে যাবে। আজকের সভা থেক আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম।” অভিষেকের কথায়, “আমি সচরাচর কোনও বিষয়ে ভবিষ্যৎবাণী করি না। আর করলে ইশ্বরের কৃপায় আমার ভবিষ্যৎবাণী অল্প হলেও মিলে যায়।”
