আমুদরিয়া নিউজ : ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। সে দিন গোটা রাজ্য কলকাতার দিকে তাকিয়ে থাকে। এমন দিনেই পাল্টা কর্মসূচি ঘোষণা করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিনই তিনি শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। উপরন্তু, আগামী ৯ অগাস্ট আরজি কর কাণ্ডের এক বছর হতে চলেছে। সে দিন পতাকা ছাড়া নবান্ন অভিযান করবেন বলে জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। কলকাতার আইন কলেজে গণধর্ষণের প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিল করতে গিয়ে এই দুটি কর্মসূচির কথা ঘোষণা করেন শুভেন্দু।