আমুদরিয়া নিউজ : নাবালিকা ধর্ষণে অভিযুক্তের ফাঁসির দাবিতে মঙ্গলবার কুমারগ্রাম চৌপথিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য চলতি মাসের এক তারিখ কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি গ্রামে নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি। নাবালিকা বর্তমানে আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেপ্তার করা হয়েছে ধর্ষনে অভিযুক্তকে। নাবালিকার ধর্ষণ কান্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে এদিন বিজেপি কর্মী সমর্থকরা ধর্ষিতার মধ্য হলদিবাড়ি গ্রামে যান ও সেখান থেকে মিছিল করে কুমারগ্রামে আসেন। কুমারগ্রাম চৌপথিতে পথ অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা নেতা সুনিল মাহাতোও বিজেপির দুই নম্বর মন্ডল সভাপতি তথা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নালিত দাস। নালিত দাস বলেন রাজ্যে নাবালিকা শিশুরাও ধর্ষনের শিকার হচ্ছে।
কুমারগ্রামের মধ্য হলদিবাড়িতে ধর্ষণ কান্ডে অভিযুক্তকে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ ধর্ষণ এর মতো জঘন্য অপরাধ করতে সাহস না পায়। ধর্ষকের শাস্তির দাবিতে এদিনের বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ, ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে বিজেপি আরও বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে মন্তব্য করেন তিনি।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম