আমুদরিয়া নিউজ: নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। মাথা ফাটল মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুরও। জানা গিয়েছে, এদিন বন্যা দুর্গত এলাকায় যাওয়ার সময় নাগরাকাটায় আচমকা বিধায়ক-সাংসদের ওপর হামলা হয়। লাঠি, জুতো নিয়ে তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয়। তাতেই মাথা ফেটে যায় খগেনের। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। ইতিমধ্যে আক্রান্ত সাংসদ-বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
