আমুদরিয়া নিউজ: ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার শাসক ও বিরোধী বিধায়কদের তরজায় উত্তাল হয়ে ওঠে বিধানসভা। সেখানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাও। সেই অধিবেশন থেকে বেরিয়ে রাতের দিকে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষায় মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে তাঁর। তবে বর্তমানে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
