আমুদরিয়া নিউজ: কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং। মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং এবং তাঁর দলবল এই হামলা চালায়। ঘটনার পরই চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন রাকেশের পুত্র শিবম সিং ছাড়াও রাকেশের তিন ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। তবে নাগাল পাওয়া যায়নি অন্যতম অভিযুক্ত রাকেশের। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে তোলা হবে আদালতে।
