আমুদরিয়া নিউজ: বাড়িতে ঢোকার মুখে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা পাটনার বিজেপি নেতা। মৃতের নাম গোপাল খেমকা। পটনার গান্ধী ময়দান থানা এলাকায় থাকতেন গোপাল। শুক্রবার রাতে অন্যান্য দিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, বাড়িতে ঢোকার উদ্দেশে নিজের গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ করে গুলি চালায় বাইক আরোহী আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় খেমকার। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীর খোঁজ চলছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এমনটা করল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকে ২০১৮ সালে একই রকমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল।