আমুদরিয়া নিউজ : রাজস্থান বিধানসভায় ইউডিএইচ অনুদান দাবির উপর বিতর্ক চলাকালীন বিজেপি বিধায়ক গোপাল শর্মা কংগ্রেস বিধায়ক রফিক খানকে পাকিস্তানি বলার পর বিতর্কিত হন। যার তীব্র বিরোধিতা করেন কংগ্রেস বিধায়করা। সংসদে হট্টগোল শুরু হলে সভাপতি তাদের শান্ত হতে বলেন। পরে বিজেপি বিধায়ক সকলের কাছে ক্ষমা চান।