আমুদরিয়া নিউজ: ভারতের নাগরিক হওয়ার আগেই নাকি ভোটার তালিকায় নাম উঠে গিয়েছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির! ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে বিস্ফোরক দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। অমিতের দাবি, আজ থেকে ৪৫ বছর আগে নির্বাচন কমিশনের সঙ্গে ‘আঁতাত’ করে ভোটার জালিয়াতি করেছেন সনিয়া। অভিযোগ, সে সময় তিনি ভারতের নাগরিকও হননি। কিন্তু তার আগেই অবৈধ ভাবে ভোটার তালিকায় নাম উঠে গিয়েছিল তাঁর। বুধবার এক্স হ্যান্ডেলে ১৯৮০ সালের দিল্লির একটি বুথের তালিকার ছবি পোস্ট করেছেন মালব্য। সেই তালিকায় দেখা গিয়েছে সোনিয়া গান্ধীর নাম। অথচ সনিয়া তখনও ভারতের নাগরিকত্ব পাননি। এর পরেই অমিত লেখেন, ‘‘এটি যদি নির্বাচনী বিধিলঙ্ঘন না হয়, তা হলে কী?’’ বিজেপির এই আক্রমণের জবাবে কংগ্রেসের তারিক আনওয়ারের বক্তব্য, সনিয়া গান্ধী তাঁর নাম ভোটার তালিকায় তুলতে চাননি, সেই সময়ে নির্বাচন কমিশনের যিনি আধিকারিক ছিলেন, তিনি এই কাজ করেছিলেন। তাই নির্বাচন কমিশন দায়ী। প্রসঙ্গত, ১৯৪৬ সালে ইতালিতে জন্ম সনিয়ার। ১৯৬৮ সালে রাজীব গান্ধীকে বিয়ে করে ভারতে আসেন। তিনি ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালে।
