আমুদরিয়া নিউজ : ফের বাইসনের তান্ডবে ছোটাছুটি পড়ে যায় কোচবিহার জেলার মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ফলিমারি বাঘমারা এলাকায়। জানা গেছে বুধবার সকাল থেকেই বাইসনটি গ্রামে ছোটাছুটি করতে থাকে। বাইসন দেখে গ্রামবাসীরাও আতঙ্কে ছোটাছুটি শুরু করেন, অনেকে আবার বাইসনের পিছু তাড়া করতে থাকেন। উল্লেখ্য এই এলাকাতেই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ বাইসন এর তান্ডবে প্রাণ হারান আবু বক্কর নামে এক ব্যক্তি। সেই থেকে বাইসনের আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তবে এদিন বাইসনের তান্ডব চললেও কোনো ক্ষয় ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন কর্মী ও পুলিশ । দীর্ঘক্ষনের চেষ্টায় বন কর্মীরা ঘুম পাড়ানী গুলিতে বাইসনটিকে কাবু করতে সক্ষম হন। বাইসনটিকে কাবু করে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হয় বন দপ্তরের কোচবিহার ডিভিশনে।
বন কর্মীরা জানান বাইসনটির স্বাস্থ্য পরীক্ষার পর ফের এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাইসনটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী। তাদের দাবি এলাকায় বন দপ্তরের নজরদারির ব্যবস্থা করতে হবে।