আমুদরিয়া নিউজ : ২২ এপ্রিল পহেলগাঁওয়ের মর্মান্তিক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয় পর্যটক। সেই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে একটি হল সিন্ধুর জল চুক্তি বাতিল করে দেওয়া। প্রতিক্রিয়ায় পাকিস্তানি রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছেন যে, সিন্ধু নদী ইসলামাবাদের এবং ভবিষ্যতেও তাই থাকবে। তিনি হুমকি দেন যে, ভারত যদি সিন্দু নদীর জল সরবরাহ বন্ধ করে দেয় তা হলে ভারতে রক্ত বইবে।
