আমুদরিয়া নিউজ: মুখে না গজিয়ে দাঁত গজালো চোখে! হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা হয়েছে বিহারে। সম্প্রতি পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ বছর ৪৫ এর এক ব্যক্তি চিকিৎসার জন্য যান। তার মুখ ফুলে গিয়েছিল সেই সঙ্গে তিনি ঝাপসা দেখছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান ওই ব্যক্তির অক্ষিকোটরে একটি দাঁত গজিয়েছে। এমনকি তার শিকড় অনেক গভীরে ছড়িয়েছে। এর পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কয়েক ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। চোখের কোনও ক্ষতি না করেই দাঁতটি সফল ভাবে বের করে আনেন তাঁরা। অপারেশনের পরে রোগীর দৃষ্টিশক্তিও ঠিক হয়ে গিয়েছে। মুখের ফোলাভাবও কমে গিয়েছে। এই ঘটনাকে অত্যন্ত বিরল বলেই ব্যাখ্যা করেছেন চিকিৎসকরা।