আমুদরিয়া নিউজ : ডিসেম্বরে ২৩ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই মস্কো নয়াদিল্লিকে এক গুরুত্বপূর্ণ সামরিক প্রস্তাব পাঠিয়েছে। ভারতকে সুখোই-৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করার অনুমতি দিতে চলেছে রাশিয়া। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করবে এবং ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সক্ষম হবে। রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা জানিয়েছেন, প্রথম ধাপে ভারতের জন্য মূলত সুখোই-৫৭ সরবরাহ করা হবে। পরে ধাপে ধাপে এই যুদ্ধবিমানের উৎপাদন ভারতের ভেতরেও করা যেতে পারে।