আমুদরিয়া নিউজ: বেআইনি বেটিং অ্যাপ মামলায় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করেছিল ইডি। সেই তলবে সাড়া দিয়ে সোমবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ দিল্লিতে ইডির সদর দপ্তরে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন মিমির আইনজীবী। যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদের হাতে ছিল বেশ কিছু নথিপত্র। অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের মামলার তদন্ত করছে ইডি। অভিযোগ, এই সমস্ত অ্যাপ বেআইনি ভাবে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আয় করেছে। প্রতারণা করা হয়েছে বিনিয়োগকারীদের সঙ্গেও। মিমি-সহ একাধিক তারকার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এই সমস্ত অ্যাপের হয়ে প্রচার করেছেন এবং সেখান থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। সে বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে কেন্দ্রীয় সংস্থা একের এক তারকাকে তলব করছে। এই মামলায় এর আগে ডাকা হয়েছে ক্রিকেটার সুরেশ রায়না, শিখর ধাওয়ানকে। বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলাকে মঙ্গলবার ডাকা হয়েছে।