আমুদরিয়া নিউজ: দক্ষিণ গাজার নাসের হাসপাতালে সোমবার দুপুরে পর পর দু’বার ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে ছয় সাংবাদিক-সহ অন্তত ২১ জনের। সেই ঘটনার জন্য মঙ্গলবার দুঃখপ্রকাশ করলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “নাসির হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ইজরায়েল সাংবাদিক, স্বাস্থ্যকর্মী-সহ সকল নাগরিকদের সম্মান করে। তাঁদের কাজকে শ্রদ্ধা করে। সেখানে এই ধরনের মর্মান্তিক ঘটনায় আমি শোকপ্রকাশ করছি। আমাদের সেনা আধিকারিকরা এই ঘটনার তদন্ত করছে।” একইসঙ্গে বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য হল জঙ্গি হামাসকে ধ্বংস করা। এবং আমাদের পণবন্দি নাগরিকদের নিরাপদে ফেরানো।” গত সোমবার গাজার নাসের হাসপাতালে হামলা চালিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এই হামলা মৃত্যু হয়েছে ছয় সাংবাদিক-সহ অন্তত ২১ জনের। এই হামলায় আল জাজিরা, রয়টর্সের সাংবাদিক ও চিত্র সাংবাদিকের মৃত্যু হয়। এছাড়াও মৃত্যু হয়েছে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের। হামলার তথ্য প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে।
