আমুদরিয়া নিউজ: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সুব্রত গুহ রায়। দীপাবলিতে সারাদিন শুটিং সেরে বাড়ি ফিরে ঘরোয়া খাবার খেয়ে ওঠার পরই তীব্র পেটে ব্যথা নিয়ে কালীপুজোর রাতেই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। সোশাল মিডিয়ায় নিজের স্বাস্থ্য নিয়ে জানিয়েছেন অভিনেতা নিজেই। এদিন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেতা। চোখেমুখে খানিক ক্লান্তি। ক্যাপশনে লেখেন, ‘বন্ধুরা আপাতত কয়েকদিনের ছুটি…সুস্থ হয়ে ফিরে আবার কথা হবে…ভালো থাকবেন…সুস্থ থাকবেন…’। জানা গিয়েছে অভিনেতার সিটি স্ক্যান সহ আরও নানান পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত কিছু ধরা পড়েনি। তবে স্যালাইন চলছে, তরল খাবার খাচ্ছেন তিনি। এইমুহূর্তে ‘পরিণীতা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে সুব্রত গুহ রায়কে।