আমুদরিয়া নিউজ: জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২২ বছর বয়সেই প্রয়াত হলেন বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। ঘটনাটি ঘটেছে বোলপুর শহরের মিশন কম্পাউন্ড এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রিয়জিৎ প্রতিদিনের মতো বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকার একটি জিমে গিয়েছিলেন। জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। আর সেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। সিএবি-র পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়েছিল। তাঁর স্বপ্ন ছিল বাংলার হয়ে রঞ্জি খেলা। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। প্রতিভাবান এই ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া।
