আমুদরিয়া নিউজ: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলার মূল অভিযুক্ত মেহুল চোকসীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল বেলজিয়ামের আদালত। শুক্রবার আদালতে চোকসী এবং ভারত সরকারের আইনজীবীর পক্ষের বক্তব্য শোনার পর এই নির্দেশ দেন বিচারক। রায়ে বলা হয়েছে, ‘ভারতের প্রত্যর্পণ আবেদন আইনসম্মত এবং গ্রহণযোগ্য।’ যদিও জানা যাচ্ছে, বেলজিয়ামের আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সেখানকার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন চোকসি। ফলে এখনই যে তাঁর ভারতে প্রত্যর্পণ নিশ্চিত তা বলা যাচ্ছে না। পিএনবি থেকে ১৩ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে। দীর্ঘ দিন ধরে তিনি দেশছাড়া। সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল, তিনি বেলজিয়ামে রয়েছেন। এর পরেই চোকসীকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের তরফে বেলজিয়ামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ১২ এপ্রিল বেলজিয়ামের পুলিশ একটি হাসপাতাল থেকে ৬৫ বছরের চোকসীকে গ্রেফতার করে। আদালতে পেশ করে শুরু করে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া।
