আমুদরিয়া নিউজ: জাতীয় দলে জায়গা ধরে রাখতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। এমনটাই নির্দেশ বোর্ডের। জানা গিয়েছে, বোর্ড চাইছে ঘরোয়া ক্রিকেটে মন দিন রোহিত ও কোহলি। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। তার পর নিউ জ়িল্যান্ড সিরিজ় রয়েছে। সেই দুই সিরিজ়ের মাঝে এক মাসের বেশি সময় রয়েছে। সেই সময় চলবে বিজয় হজারে ট্রফি। ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। সেই টুর্নামেন্টে বিরাট এবং রোহিতকে অন্তত তিনটে করে ম্যাচ খেলতেই হবে, এমনটাই বোর্ড সূত্রে খবর। দিল্লি এবং মুম্বইয়ের হয়ে ম্যাচ খেলে নিজেদের ফর্ম এবং ফিটনেসের প্রমাণ দেবেন দুই মহাতারকা, এমনটাই চাইছে বোর্ড। ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছেন, ফিট থাকলে ও খেলার সুযোগ থাকলে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। রোহিত, কোহলিকেও সেটাই করতে হবে।