আমুদরিয়া নিউজ : জনপ্রিয় চিত্রতারকা সইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় ধৃত ব্যক্তির বাড়ি বাংলাদেশে বলে জানাল মুম্বই পুলিশ। রবিবার মুম্বই পুলিশ সংবাদ মাধ্যমে জানিয়েছে, সইফ আলি খান হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক। তাকে এদিন ভোরে বান্দ্রা থেকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। বয়স ৩০ বছর।
 
					 
			 
		 
		 
		 
		