আমুদরিয়া নিউজ: ঢাকার আদালতে জামিন পেলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার সকালে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছে। বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যম সূত্রে খবর শুনানির সময় নুসরতের আইনজীবী জানিয়েছিলেন, যে সময়ের ঘটনা উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে নুসরতকে, সে সময় দেশেই ছিলেন না অভিনেত্রী। নিজের বক্তব্যের সপক্ষে সমস্ত নথি প্রমাণ জমা দিয়েছেন আইনজীবী। তার পরেই অভিনেত্রীর জামিন মঞ্জুর করা হয়। গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার পথে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, নুসরত ফারিয়ার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছিল।
