আমুদরিয়া নিউজ : বাংলাদেশে পালাবদলের পরে সেখানে হিন্দু সহ নানা সম্প্রদাযের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগ নিযে দু-দেশের সম্পর্কে কিছুটা তিক্তযা তৈরি হয়েছে। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রির ঢাকা সফরের পরে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে বলে আশা করছেন অনেকেই। বিশেষত, বাংলাদেশের বিদেশ মন্ত্রক আশা প্রকাশ করেছে, এই সফরের পরে ভারত সরকার বাংলাদেশিদের ভারতে যাওয়ার ভিসার সংখ্যা বৃদ্ধি করবে।
সোমবার ভারতের বিদেশসচিব মিস্রির সঙ্গে ঢাকায় বৈঠক হয় বাংলাদেশের পররাষ্ট্রসচিব মহম্মদ জসিমুদ্দিনের। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গেও দেখা করেছেন ভারতের বিদেশ সচিব।
তিনটি বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়— যার মূল নির্যাস উভয় পক্ষই সুসম্পর্ক চায়।
ঘটনা হল, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পরে বাংলাদেশ টাসলমাটাল হয়ে ওঠে। তখন বাংলাদেশে ভারতীয় দূতাবাস সাময়িকভাবে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। তবে দিন সাতেক পরে ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে ফের বাংলাদেশিদের ভিসা দেওয়া হতে থাকে। আবেদনকারী সবাইকে ভিসা দেওয়া হচ্ছিল না। চিকিৎসার জন্য আবেদন করলে ভিসা মিলছিল। এখন আবেদনকারী সকলেই পাবেন বলে আসা করছে বাংলাদেশ।