আমুদরিয়া নিউজ: প্রশিক্ষণ চলাকালীন ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত একজনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। জানা গিয়েছে সে দেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে প্রশিক্ষণরত বিমানটি ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার পর স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২৮ জন। তাদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, এই ঘটনায় ঢাকার ওই স্কুল, তার শিক্ষক এবং পড়ুয়াদের যে ক্ষতি হয়েছে, তা ‘অপূরণীয়’। আহতদের দ্রুত আরোগ্যও কামনার পাশাপাশি বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি।
