আমুদরিয়া নিউজ : মালদহের তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় আরও একজনকে পুলিশ ধরেছে। পুলিশের দাবি, সে পেশাদার খুনি। তাকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার জেলা পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আসরার (২২)। অভিযুক্তের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। পুলিশের দাবি, যে দিন তৃণমূল নেতা খুন হন সেদিন গোটা অপারেশনের মাথা ছিল ধৃত ওই যুবক।
বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে মহম্মদ আসরারের গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ।