আমুদরিয়া নিউজ : দেশের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিনকে ১০ ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকার সময় অর্থ নয়ছয় করেছেন তিনি।
অবশ্য় আজহারউদ্দিন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ঊিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছেন বিরোধীরা।