আমুদরিয়া নিউজ: এশিয়া কাপে সুপার ফোরে রবিবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তার আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। মাথায় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওমানের ইনিংসের ১৫তম ওভারে হামাদ মির্জার একটি ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়ে মাথায় চোট পান অক্ষর। মাঠ ছাড়েন অক্ষর। আর নামেননি। এদিকে কাল ভারত সুপার ফোরের ম্যাচে খেলবে পাকিস্তানের বিপক্ষে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে অক্ষর কি খেলবেন? যদিও ভারতের বোলিং কোচ টি দিলীপ সমর্থকদের আশ্বস্ত করেছেন যে চোট গুরুতর নয়। তবে তারপরও অনেকেই আশ্বস্ত হচ্ছেন না। অক্ষর যদি খেলতে না পারেন, তা হলে পাকিস্তানের বিরুদ্ধে দুই স্পিনারে খেলতে হবে ভারতকে। সে ক্ষেত্রে অর্শদীপ সিং বা হর্ষিত রানার মধ্যে এক জনের খেলার সম্ভাবনা রয়েছে।