আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশে লাইনচ্যুত হতে হতে বাঁচল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। জানা গিয়েছে, রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। উত্তরপ্রদেশের হরদোই জেলায় ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে রেললাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে এমারজেন্সি ব্রেক কষেন রাজধানী এক্সপ্রেসের চালক। ওই লাইন দিয়েই আসছিল লখনউগামী কাঠগোদাম এক্সপ্রেস। সেই সময়ও লাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। দুই চালক জরুরি ভিত্তিতে ব্রেক না কষলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
