আমুদরিয়া নিউজ : ট্রেন আসছে। রেলগেট প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তবে তা উপেক্ষা করেই শেষমূহুর্তে রেলগেট পেরিয়ে যায় একটি গাড়ি। রেলগেট পার হতেই চালক বুঝতে পারেন তিনি আর ওপারে যেতে পারবেন না। কারণ, ততক্ষণে দুপাশেরই গেট বন্ধ হয়ে গিয়েছে। আমেরিকার ঘটনা। রেলগেটের পাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় সব। মাঝখানে কিছুক্ষণ আটকে থাকার পর চালক গাড়িটি রেখে বেশ ভদ্রভাবেই বেরিয়ে চলে আসেন নিরাপদে। ততক্ষণে তিনি বুঝে গিয়েছেন, তিনি বাঁচলেও তাঁর গাড়িটির আজ রক্ষে নেই। ট্রেন এসে যথারীতি গাড়িটিকে ফানুসের মতো উড়িয়ে দিয়ে যায়। চালক হয়তো অসাবধানতার ফলও বুঝে গিয়েছেন। ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য, ‘কে বলল বিদেশে বোকা নেই ?’
