আমুদরিয়া নিউজ: বালোচিস্তানে ফের জঙ্গি হামলার শিকার জাফর এক্সপ্রেস। বিস্ফোরণে লাইনচ্যুত হল ট্রেনের একাধিক কামরা। মঙ্গলবার এই ঘটনা ঘটে সিন্ধ-বালোচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে। জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। পথে সিন্ধ-বালোচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে রেল লাইনে পাতা আইইডি বিস্ফোরণে ট্রেনের ছয়টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার সময় ৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনটিতে। ঘটনার জেরে আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে।
