আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার হোয়াইট হাউসের সামনে এক বন্দুকবাজের হামলায় দুজন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন। বৃহস্পতিবার ভোরের ঘটনা। দুজনের অবস্থা সংকটজনক। হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী গ্রেফতার হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলাকারীর কড়া শাস্তি হবে। এই ঘটনাকে জঙ্গি হামলা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার পুলিশ সংবাদ সংস্থাকে জানিয়েছে, হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকনওয়াল। তিনি একজন আফগানিস্তানের নাগরিক। এই ঘটনার পরে আফগান নাগরিকদের আমেরিকা প্রবেশের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করেছেন ট্রাম্প।