আমুদরিয়া নিউজ: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সরকারি সূত্রের খবর, গভীর রাতে প্রাচীর টপকে ডেরা ইসমাইল খান জেলার রাত্তা কুলাচি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ঢোকে হামলাকারীরা। এর পরেই তাঁদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে দু’তরফের লড়াইয়ে অন্তত সাত জন পুলিশ এবং ছ’জন হামলাকারী নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে। বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পাক পুলিশ।