ঈশ্বর ছাড়াই আস্তিক-নাস্তিকের খোঁজ মেলে ভারতীয় দর্শনে
আমুদরিয়া নিউজ : ঈশ্বরে বিশ্বাস করেন? দৈবিক এক শক্তি? আস্থা রাখেন, বিপদে আপদে তাঁকে স্মরণ করলে তিনি রক্ষা করবেন? যদি সবকটার উত্তরই হ্যাঁ হয়, তবে আপনি আস্তিক। আর না হলে নাস্তিক। এ তো সকলেরই জানা। নতুন কিছু নয়। কিন্তু জানেন কি, ভারতীয় দর্শন শাস্ত্রের হাত ধরেই বদলে গিয়েছিল এই দুইয়ের পরিভাষা?
হ্যাঁ, বেদের প্রামাণ্যের ওপর নির্ভর করে দুই ভাগে বিভক্ত হয় প্রাচীন ভারতীয় দর্শন সম্প্রদায়। এক দল মেনে নিয়েছিলেন নির্ভরযোগ্য জ্ঞানের উৎস হিসেবে বেদের অস্তিত্ব। তাঁরা আস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত। আরেক দল তা অস্বীকার করেন। তাঁরাই ভারতীয় দর্শনে নাস্তিক নামে পরিচিত হন।
বেদে বিশ্বাসী তথা আস্তিক দর্শনের মধ্যে রয়েছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত এবং বেদ-বিরোধী তথা নাস্তিক দর্শনের মধ্যে চার্বাক, বৌদ্ধ ও জৈন।