আমুদরিয়া নিউজ: মেঘভাঙা বৃষ্টি আর ধসে আরও খারাপ হচ্ছে হিমাচল প্রদেশের পরিস্থিতি। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৬৩ জনের। রাজ্যে আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। বন্যায় ভেসে গিয়েছে অন্তত ১৬৪টি গবাদি পশু। ভেঙেছে ১৫০র বেশি বাড়ি। রাজ্যের ২৪৬টি রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ ৭৮৪টি জল সরবরাহ কেন্দ্র। তবে প্রায় চারশো জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জেরে গোটা রাজ্যে এখনও পর্যন্ত ৪০০ কোটির সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাণ্ডি জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সমস্ত জেলায় সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
