আমুদরিয়া নিউজ: ভয়াবহ হয়ে উঠছে চিনের বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এদিকে হেবেই প্রদেশে অন্তত ৩১ জনের খোঁজ মিলছে না। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমেছে ১৩৬টি গ্রামে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, দোকান এবং সরকারি কার্যালয়। ইতিমধ্যেই বেজিঙের নিচু এলাকাগুলি থেকে ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিঙের মিয়ুন এবং ইয়াংকিং জেলা। পরিস্থিতি মোকাবিলা করতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং যাবতীয় পদক্ষেপ করছেন। তিনি পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ সমস্ত জরুরি বিভাগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন।
