আমুদরিয়া নিউজ: কঙ্গোর গির্জায় নৃশংস হামলা চালাল ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সমর্থক বিদ্রোহী দল এডিএফ। হামলায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। পূর্ব কঙ্গোর কোমান্ডার ঘটনা। সেখানকার ইতুরি প্রদেশে এই হামলা চালানো হয়। এলোপাথাড়ি গুলির পাশাপাশি অসংখ্য বাড়ি ও দোকানে আগুন জ্বালায় আততায়ীরা। তাদের হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র খ্রিস্টানরা। এডিএফ হল উগান্ডা এবং কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলের একটি বিদ্রোহী গোষ্ঠী। যারা বারবার ওই অঞ্চলের অমুসলিমদের উপর নৃশংস আক্রমণ চালায়। ২০১৯ সালে নিজেদের ইসলামিক স্টেটের অংশ হিসেবে ঘোষণা করে এই বিদ্রোহী দলটি। এদের উদ্দেশ্য পূর্ব আফ্রিকার এই দেশে এডিএফ -এর নেতৃত্ব ইসলামিক স্টেট গঠন।
