আমুদরিয়া নিউজ: পূর্ব আফ্রিকার মোজাম্বিকে যাত্রী সমেত নৌকা উলটে মৃত্যু হল তিন ভারতীয় নাগরিকের। পাশাপাশি নিখোঁজ আরও পাঁচ জন। মোজাম্বিকের ভারতীয় দূতাবাস জানিয়েছে, শুক্রবার সকালে বেইরা বন্দরের কাছে আচমকা ১৪ জন ভারতীয় নাগরিক নিয়ে নৌকাটি উলটে যায়। তাঁদের মধ্যে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাকি পাঁচ জনের এখনও কোনও হদিস মেলেনি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা জানা যায়নি। ভারতীয় দূতাবাসের তরফে এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে।
