আমুদরিয়া নিউজ: মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামল জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বৃহস্পতিবার দুপুরে চাসোতি গ্রামের কাছে মচৈল মাতা মন্দিরের কাছে মেঘভাঙা বৃষ্টি হয়। তার জেরে যে হড়পা বানের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চসোতি গ্রাম থেকে শুরু হয় ‘মচৈল মাতা যাত্রা’। সেই উপলক্ষে অনেক পুণ্যার্থী জড়ো হয়েছিলেন ওই গ্রামে। তাবুঁ খাটিয়ে তাঁরা আশ্রয় নিয়েছিলেন। হড়পা বানে সেই সব তাঁবু ভেসে গিয়েছে। ফলে অনেকের নিখোঁজ হয়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং ইতিমধ্যেই পরিস্থিতির খোঁজ নিয়েছেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বিপর্যস্ত এলাকা ও মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপরাজ্যপাল। তিনি জানান, সাধারণ মানুষ, পুলিশ, সেনা, এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জরুরিভিত্তিতে ত্রাণ ও উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
