আমুদরিয়া নিউজ: দুর্গাপুর ‘গণধর্ষণকাণ্ডে’ পঞ্চম এবং শেষ অভিযুক্তকেও গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রী। তদন্তে নেমে পুলিশ আগেই তিন জনকে গ্রেফতার করেছিল। রবিবার রাতে দুর্গাপুর পুরনিগমের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার বয়ানে যে পাঁচ জনের উল্লেখ ছিল, তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে বলে খবর।
