আমুদরিয়া নিউজ: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রয়াত হয়েছেন জুবিন গর্গ। গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন, “আজ আসাম তার প্রিয় সন্তানকে হারাল। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। এটা তো ওঁর চলে যাওয়ার বয়সও নয়। জুবিনের কণ্ঠে শ্রোতাদের উজ্জীবিত করার এক দারুণ ক্ষমতা ছিল। এমন শূন্যতা রেখে গেলেন, যা কখনও পূরণ হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জুবিনকে অহমিয়া সংস্কৃতির অন্যতম ধারক-বাহক এবং স্তম্ভ হিসেবেই মনে রাখবে।” নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। শুক্রবারই পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর অনুযায়ী, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
