আমুদরিয়া নিউজ: হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি অসীম কুমার ঘোষ। তাঁর নাম সোমবার ঘোষণা করল রাষ্ট্রপতি ভবন। অসীম শীঘ্রই চণ্ডীগড় পৌঁছে দায়িত্বভার বুঝে নেবেন। সাম্প্রতিককালে সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন অসীম। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অসীম উত্তর কলকাতার শ্রীশচন্দ্র কলেজে পড়াতেন। ১৯৯১ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ১৯৯৬ সালে তিনি বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক হন। ১৯৯৮ সালে তাঁকে সহ-সভাপতি করা হয়েছিল। ২০০৩-২০০৫ সাল পর্যন্ত ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেন। অসীম কুমার ঘোষ বাংলা থেকে চতুর্থ রাজ্যপাল। এর আগে কংগ্রেস জমানায় পাঞ্জাবের রাজ্যপাল হন সিদ্ধার্থশঙ্কর রায়। অটলবিহারী বাজপেয়ীর আমলে রাজ্য বিজেপির আর এক প্রাক্তন সভাপতি বিষ্ণুকান্ত শাস্ত্রীকে উত্তরপ্রদেশের রাজ্যপাল করা হয়েছিল। এর পর মোদির জমানায় দুই দফায় ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপাল হন তথাগত রায়। এদিন গোয়ার রাজ্যপাল হিসেবে পুষ্পপতি অশোক গজপতি রাজু, এবং লাদাখের লেফ্টেন্যান্ট গভার্নর পদে ব্রিগেডিয়ার বিডি মিশ্রা্র নামও ঘোষণা করেছে রাষ্ট্রপতি ভবন।
