আমুদরিয়া নিউজ: এশিয়া কাপে বুধবার সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। টিম ইন্ডিয়াকে নাকি যে কোনও দল হারিয়ে দিতে পারে। ভারতের বিরুদ্ধে নামার আগে এমনটাই দাবি বাংলাদেশের কোচ ফিল সিমন্সের। বাংলাদেশ কোচ বলছেন, “যে কোনও দলই ভারতকে হারাতে পারে। ম্যাচের দিনের পারফরম্যান্সের উপর ফলাফল নির্ভর করে। ম্যাচের সাড়ে ৩ ঘণ্টার পারফরম্যন্সই সবটা ঠিক করবে। ভারত আগে কী করেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়।” সিমন্সের কথায়, “আমরা জেতার জন্য মাঠে নামব। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভারতীয়দের ভুল করতে বাধ্য করার চেষ্টা করব। ওরা যাতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারে, সেটাই নিশ্চিত করতে হবে।” এদিকে বুধবার সূর্যরা জিততে পারলে ফাইনালে নিশ্চিত হয়ে যাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচের জন্য আর অপেক্ষা করতে হবে না। ভারতীয় শিবিরের যা খবর, তাতে দলে কোনও বদল আসছে না। পাকিস্তান ম্যাচে যে টিম খেলেছিল সেটাই থাকবে।