আমুদরিয়া নিউজ : ডেলিভারি আসা পার্সেল খুলেতেই চিৎকার করে উঠলেন ক্রেতা! মানুষের কাটা হাত দেখতে পেলেন তিনি। ভয়ে যেন তাঁর গলা শুকিয়ে আসছিল। হাতটি ভালো করে লক্ষ্য করতেই তিনি যা ঠাহর করলেন, তা শুনলে চমকে উঠবেন। জানা গিয়েছে, অনলাইনে সাজগোজ করতে নকল নখ অর্ডার দিয়েছিলেন এক তরুণী। যথারীতি সেটি ডেলিভারিও হয়। পার্সেল খুলতেই তিনি দেখন, মানুষের কাটা হাত। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ওই তরুণী। এরপর কাটা হাতটি ভালো লক্ষ্য করার পর তাঁর ঠাহর হয়, যে এটি মানুষের হাত না বরং সিলিকনের তৈরি নকল হাত। যা অবিকল মানুষের হাতের মতো দেখতে।