আমুদরিয়া নিউজ: ‘জেন জি’ বিক্ষোভের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। এই পরিস্থিতিতে দেশটির শাসন ভার নিজেদের হাতে তুলে নিল সেখানকার সেনাবাহিনী। আর তার পরেই সেনার তত্ত্বাবধানে পার্লামেন্ট সদস্যদের অধিবেশনের আয়োজন করে আনুষ্ঠানিক ভাবে বরখাস্ত করা হল পলাতক প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজ়োয়েলিনাকে। মঙ্গলবার সেখানকার জাতীয় রেডিওতে সেনাকর্তা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা বলেন, “দেশের ক্ষমতার দখল নিয়েছি আমরা।” সেনাকর্তা আরও জানান, সেনাবাহিনী ও জেন্ডারমেরি আধিকারিকদের নিয়ে একটি গভর্নিং কাউন্সিল প্রতিষ্ঠা করবে। যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী নিযুক্ত করে সরকারও গঠন করা হবে। গত ২৫ সেপ্টেম্বর বিদ্যুৎ এবং পানীয় জলের সঙ্কটে ক্ষুব্ধ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিলেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। আর সেই আন্দোলনের সামনের সারিতে চলে আসে জেন জি।
