আমুদরিয়া নিউজ: বাস থেকে ৯ যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করল বালোচ বিদ্রোহীরা! পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের ঝোভ এবং লরালাই জেলার সীমানায় সুর-ডাকাই এলাকার ঘটনা। সংবাদ সূত্রে খবর বৃহস্পতিবার ওই এলাকায় হঠাৎই দু’টি যাত্রিবাহী বাসকে থামায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের দিকে যাচ্ছিল বাসটি। বাস থেকে কয়েক জন যাত্রীকে নামিয়ে নিকটবর্তী পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ন’জনকে খুন করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, নিহতরা সবাই পাক পঞ্জাব প্রদেশের। সশস্ত্র বিদ্রোহীরা বাসযাত্রীদের পরিচয়পত্র দেখে খুন করে বলে অভিযোগ। প্রসঙ্গত, পাকিস্তানের সেনা ও সরকার-প্রশাসনিক শীর্ষস্থানে রয়েছেন মূলত পাক পাঞ্জাবের মানুষ। সে কারণে বালুচদের আক্রোশ রয়েছে এই প্রদেশের উপর। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।
